নিজস্ব প্রতিবেদক, 20 February-2017, 11:29:43pm

জেলার চুরখাই এলাকায় সাত বছরের শিশু সোনিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে রফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র রফিকুল ইসলাম কাজল।

রায়ের বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই দড়িভাবখালী গ্রামের পত্রিকার হকার চাঁন মিয়া প্রতিদিনের মতো ২০১২ সালের ২৩ জুন সকালে বাড়ী থেকে শহরের উদ্দেশে বেরিয়ে যান। পরে বিকালে বাড়ী ফিরে সোনিয়াকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরেরদিন সকালে পাশের সুতিয়াখালি নামাপাড়া গ্রামের একটি পুকুরের পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও চাঁন মিয়ার আত্মীয় ওই গ্রামের রিপা আক্তারসহ কয়েকজন হকার চাঁন মিয়ার শিশুকন্যা সোনিয়া আক্তারকে সকালে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র রফিকুল ইসলাম কাজলের সঙ্গে যেতে দেখেন। তাদের ধারণা, রফিকুল ইসলাম কাজল শিশুকন্যা সোনিয়াকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর বাঁশের টুকরা দিয়ে মাথায় ও কপালে আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে রফিকুল ইসলাম কাজলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
এই বিভাগের অন্যান্য সংবাদ

মহিলাদের আসনে বসলেই জেল বা ৫ হাজার টাকা জরিমানা

আইন অনুযায়ী গণপরিবহণে মহিলাদের আসনে কোনও পুরুষ বসলে এখন থেকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার

টেস্ট টিউব শিশু বৈধ : পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়া আদালত

সন্তান জন্মদানের জন্য টেস্ট টিউব পদ্ধতি গ্রহণকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বা বৈধ বলে রায় দিয়েছে

তারেকের সমন লন্ডনে পৌঁছানো হয়েছে কিনা জানতে নির্দেশ

অর্থপাচার মামলায় বিএপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া আত্মসর্মপনের নোটিস (সমন)

চলতি মাসেই শেষ হচ্ছে পিলখানা হত্যা মামলার বিচার

চলতি মাসেই শেষ হতে পারে পিলখানা হত্যা মামলার বিচার। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই মামলার সকল যুক্তিতর্ক

হানিফ ফ্লাইওভারের বাসস্ট্যান্ড ও সিঁড়ি অপসারণে রিট

রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাসস্টেশন ও ফ্লাইওভারে উঠার সিঁড়ি অপসারণের নির্দেশনা

ধর্ষণের অভিযোগে মামলা : দায়েরকারী নারীর কারাদণ্ড

ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করায় দোষী সাব্যস্ত করা হয়েছে ফিরোজা বেগম নামে এক নারীকে।

৩৪টি কোম্পানির লাইসেন্স বাতিল : নিম্ন মানের ওষুধ তৈরি

সঠিক মানের ওষুধ উৎপাদনে ব্যর্থ। সেই কারণে বাংলাদেশর ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করল হাইকোর্ট।